Dhaka Modern CollegeRegular
Dhaka Modern College in Mirpur Model, Dhaka
আসসালামু আলাইকুম। পরিবর্তনের অঙ্গীকার নিয়ে নতুন আঙ্গিকে ঢাকা মডার্ন কলেজকে একটি আদর্শ ও উন্নত শিক্ষা প্রতিষ্ঠান গড়ার লক্ষ্যে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। ঢাকা মডার্ন কলেজ আলোকিত মানুষ গড়ার দৃঢ় প্রত্যয়ে নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। আপনি এবং আপনারা এই মহৎ উদ্যোগের কঠিন পথ চলার সাথী হবেন- এ প্রত্যাশা আমাদের সকলের।
বর্তমান যুগ অসিম প্রতিযোগিতার যুগ, জ্ঞান-বিজ্ঞান বিকাশের যুগ। অগ্রসরমান প্রযুক্তিনির্ভর এ যুগে জ্ঞান বিকাশের পাশাপাশি নৈতিকতার অবক্ষয় চরমে পৌঁছেছে- যা নিয়ত ভাবিয়ে তলছে শিক্ষক, অভিভাবক তথা সচেতন ব্যাক্তিবর্গকে। এহেন নৈতিক অবক্ষয় রোধ ও মেধা বিকাশের জন্য প্রয়োজন উন্নতমানের শিক্ষা ব্যাবস্থা, মেধাবী ও দায়িত্বশীল শিক্ষকের নিবিড় তত্ত্বাবধান।
ঢাকা মডার্ন কলেজ শিক্ষার্থীদের এই চাহিদা পূরণে নিবিড় পরিচর্যার মাধ্যমে তাদের মেধা ও মনন বিকাশেরলক্ষ্যে পরিবর্তনে অঙ্গীকার নিয়ে নতু আঙ্গিক্বে আপনার সন্তানকে সুনাগরিক গড়ার মহান উদ্দেশ্যকে সামনে রেখে ঢাকা মডার্ন কলেজে আপনার সন্তানকে আমরা স্বাগত জানাই।
প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমাদের শুভেচ্ছা গ্রহণ কর। এসএসসি পরীক্ষায় সফলতার জন্য তোমাদের অভিনন্দন। জীবন গড়ার ক্ষেত্রে এসএসসি থেকে এইচএসসি অতীব গুরুত্বপূর্ন অথচ সংক্ষিপ্ত সময়। এ সময়টুকু পরিচর্যার মাধ্যমে সঠিক ও সুন্দরভাবে কাজে না লাগালে উচ্চশিক্ষা অর্জন করা সম্ভব নয়। শুধুমাত্র চাকচিক্যের প্রলোভনে না পড়ে প্রকৃত শিক্ষা বিশেষ করে মানসম্মত শিক্ষার পরিবেশ যেখানে রয়েছে সেরকম শিক্ষা প্রতিষ্ঠান বেছে নেয়াই একজন শিক্ষার্থীর লক্ষ্য হওয়া উচিত। ঢাকা মডার্ন কলেজ তেমনই একটি শিক্ষা প্রতিষ্ঠান যেখানে রয়েছে মানসম্মত ও উপযুক্ত শিক্ষার পরিবেশ। এখানে রয়েছে দক্ষ ও অভিজ্ঞ সৃজনশীল মাস্টার ট্রেইনার, প্রশিক্ষন প্রাপ্ত নিবেদিত প্রাণ অধ্যাপকমন্ডলি- যারা সরাসরি কোর্সস্মূহ পরিচালনা করে থাকেন। সেই সাথে একঝাঁক তরুণ মেধাবী শিক্ষক যারা অত্যন্ত আন্তরিকতার সাথে পাঠদানের মাধ্যমে উন্নত ফলাফলের নিশ্চয়তা বিধান করে। আমার বিশ্বাস, ঢাকা মডার্ন কলেজ তোমাদের কাঙ্ক্ষিত স্বপ্ন বাস্তবায়নে সার্বিকভাবে সহায়তা করবে। ঢাকা কলেজে আমার সুদীর্ঘ শিক্ষকতা জীবনের বাস্তব অভিজ্ঞতা ও নবীন-প্রবীন মেধাবী শিক্ষকদের সম্মিলিত প্রচেষ্টায় বর্তমান ঢাকা মডার্ন কলেজ অন্যতম সম্ভাবনাময় একটি শিক্ষা প্রতিষ্ঠান। এমন মহৎ প্রতিষ্ঠানে তোমাদের শুভাগমন সার্থক হোক।
In Business Since: 2018
Our Services
- College
Facilities
- Bike Parking - Yes
- Has TV - Yes
Hours of Operation
9:00 am
to
6:00 pm
9:00 am
to
6:00 pm
9:00 am
to
6:00 pm
9:00 am
to
6:00 pm
9:00 am
to
6:00 pm
9:00 am
to
6:00 pm
Closed
Payment Method

Map
Reviews

Sawkat Hossain
Guest

Md.Shamsul Arefin
Guest
Good

Sawkat Hossain
Guest